খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আদালত আওয়ামী লীগ-বিএনপির কথায় চলবে না। আদালত আদালতের ভাষায় কথা বলবে।’
সোমবার(৪ জুন) বিআরটিসির বিশেষ সেবা নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কাদের বলেছেন, ‘যেটা তাদের বিরুদ্ধে যাবে ওটা সরকারের হস্তক্ষেপ। আর যেটা তাদের পক্ষে যাবে—আদালতের রায়—সেখানে বিচার বিভাগ স্বাধীন। তাদের পক্ষে না গেলে তারা আইন মানে না, বিচার মানে না, বিচার ব্যবস্থাও মানে না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আদালত খালেদা জিয়াকে কেন জামিন দিচ্ছেন না—বিএনপি নেতাদের এমন প্রশ্ন সরকারের কাছে নয়, আদালতের কাছেই করা উচিত।’
আরজেড/