লালমনিরহাটের আদিতমারী উপজেলার খাতাপাড়া মাজার এলাকা থেকে রিভলবারসহ এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।
আটককৃতের নাম সাইমুন ইসলাম শুভ (২৬)। শুভ লালমনিরহাট পৌরসভার বানভাসা এলাকার নুরুজ্জামান ইসলাম বাবুর ছেলে। তিনি লালমনিরহাট সরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র।
শনিবার (১৪ জুলাই) রাতে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মিজানের নেতৃত্বে একদল পুলিশ খাতাপাড়া মাজার এলাকার মাহাতাবের চায়ের দোকানে গেলে শুভ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশ তাকে আটক করে দেহ তল্লাশি করে একটি দেশি রিভলবার উদ্ধার করে।
লালমনিরহাট ডিবি পুলিশের পরিদর্শক মনসুর আলী সরকার বলেন, আটকের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজকের বাজার/একেএ