যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় সিনেটর বার্নি স্যান্ডার্স শনিবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করে তাকে পরাজিত করার অঙ্গীকার করেন। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনয়নের প্রচারণা সমাবেশে প্রথম বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
জন্মস্থান নিউইয়র্কের ব্রুকলিনে বক্তব্য দেয়ার সময় তিনি দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে তার বক্তব্য তুলে ধরেন। স্যান্ডার্স ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হওয়ার জন্য জনাকীর্ণ সমাবেশে প্রথমবারের মতো বক্তৃতা করেন।
উপস্থিত সমর্থকদের উদ্দেশে স্যান্ডার্স বলেন, ‘এই প্রচার অভিযানে যোগ দেয়ায় আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা শুধু ডেমোক্র্যাটদের মনোনয়ন পাওয়ার লড়াই নয়, এটা ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার সংগ্রাম। তিনি আধুনিক আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট।’
বিশাল এই জনসভায় কয়েক হাজার লোকের সমাগম ঘটে।
স্যান্ডার্স বলেন, ‘তবে আপনাদের সহায়তায় আমরা এই দেশে এমন একটি অর্থনৈতিক ভিত্তি ও সরকার গঠন করতে যাচ্ছি যে সরকার শুধু এক শতাংশ লোকের জন্য নয়, বরং আমাদের সবার জন্যই কাজ করবে।’
সমাবেশে স্যান্ডার্স তার নিজ পরিবারের গল্প বলেন। খুব সাধারণ পরিবার থেকে উঠে আসার কথা শোনান উপস্থিত সকলকে।
তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, ‘বিলাসবহুল আকাশচুম্বি ভবন, ক্যাসিনো নির্মাণের জন্য কোটি কোটি অর্থ যোগান দেয়ার মতো আমার কোটিপতি বাবা ছিল না।’
স্যান্ডার্স বলেন, ‘আমি এমন পরিবারে জন্মগ্রহণ করিনি যেই পরিবার আমাকে তিন বছর বয়স থেকেই প্রতি বছরে ২ লাখ মার্কিন ডলার হাতখরচ দেবে।’
উল্লেখ্য, স্যান্ডার্স ২০১৬ সালে হিলারি ক্লিনটনের কাছে প্রেসিডেন্ট প্রার্থী হবার দৌঁড়ে হেরে গিয়েছিলেন। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ