বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
‘আনন্দ আলো’ সাহিত্য পুরস্কার পাচ্ছেন দীপু মাহমুদ
প্রকাশিত - মার্চ ১৬, ২০১৮ ৩:০৯ পিএম
আনন্দ আলো সাহিত্য পুরস্কার পাচ্ছেন দীপু মাহমুদ।এসিআই ফানকেক আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ২০১৮ ঘোষণায় উঠে এসেছে তাঁর নাম। দীপু মাহমুদ তাঁর 'সমুদ্রে ভয়ংকর' শিশুকিশোর উপন্যাসের জন্য এই পুরস্কার পেতে যাচ্ছেন।
২০ মার্চ মঙ্গলবার রাজধানীর চ্যানেল আই ভবনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানটি চ্যানেল আইতে সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দীপু মাহমুদ এর আগে অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, মোহাম্মদ নাসির আলী স্বর্ণপদকসহ বেশকিছু পদক ও সম্মাননা পেয়েছেন।
দীপু মাহমুদ দেশের প্রতিশ্রুতিশীল শিশুসাহিত্যিকদের মধ্যে ইতোমধ্যে বেশ শক্তপোক্তভাবে নিজের স্থান করে নিয়েছেন। তিনি সব বয়সের পাঠকের জন্য লেখেন। দীপু মাহমুদ শিশুসাহিত্য, উপন্যাস, ছোট গল্প, সায়েন্স ফিকশন, কবিতা, নাটক, প্রবন্ধসহ সাহিত্যের বিভিন্ন শাখায় সক্রিয়। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা পঁচাত্তরটি।
এমআর/
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.