নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ছয় সদস্যকে ঢাকা ও সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার রাতে ঢাকা ও সাতক্ষীরা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- শফিকুল ইসলাম ওরফে সাগর ওরফে সালমান মুক্তাদির (২১), ইলিয়াস হওলাদার ওরফে খাত্তাব (৩২), ইকরামুল ইসলাম ওরফে আমীর হামজা (২১), আমীর হোসাইন (২৬), শিপন মীর ওরফে আব্দুর রব (৩৩), মাওলানা ওয়ালিউল্লাহ ওরফে আব্দুর রহমান (২৫)।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর উত্তরা ও সাতক্ষীরার শ্যামনগর থানা এলাকা থেকে আনসার আল ইসলামের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের এক কর্মকর্তা বলেন, আমীর হোসাইন তার সংগঠনে ‘তৌহিদী জনতার আর্তনাদ’ নামে পরিচিত। এই নামে তার ফেসবুক পেজ রয়েছে। এসব পাতার মাধ্যমে সে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে থাকে এবং উস্কানিমূলক স্ট্যাটাস দেয়। বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।
আজকের বাজার/এমএইচ