মৌসুম শুরুতে বিভিন্ন হাট-বাজারে আগাম আনারস বাজারে নিয়ে আসতে পারায় ভালো দাম পাচ্ছেন কৃষকরা।
রাঙ্গামাটিতে সাধারনত মে থেকে জুন মাসের দিকে আনারস ফলনের মৌসুম শুরু হয়। এবার তার আগেই আনারস রাঙামাটির বিভিন্ন হাট-বাজারে আসতে শুরু করেছে। ফলে এর ভালো দাম পাচ্ছেন এখানকার কৃষকরা।
জেলার সদর, নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়িতে আনারসের উৎপাদন বেশী হয়ে থাকে। উৎপাদিত আনারস ইঞ্জিন চালিত নৌকায় দেশের বিভিন্ন হাট-বাজারে নিয়ে যায় পাইকাররা।
আনারসের আগাম ফলন পেতে প্রয়োজনীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মকর্তারা কৃষকদের কারিগরী পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, ২০১৭-১৮ অর্থবছরে রাঙামাটিতে ১৮'শ হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। যার উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৫০ হাজার ৩৫০ মেট্রিক টন।
আজকের বাজার/আরজেড