সদ্য শেষ হওয়ায় এশিয়া কাপে দলের সঙ্গে ছিলেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টানা সিরিজ খেলায় ইংল্যান্ডে সফরের পর বিশ্রামে রয়েছেন তিনি। কিন্তু বিশ্রামে থাকলে কি হবে তিনি যে এখন সবচেয়ে গুরু দায়িত্ব পালন করছেন।
ছুটির মধ্যেও স্বামীর কর্তব্য পালনে কিন্তু কোন ফাঁক রাখছেন না বিরাট। তাই স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সদ্য মুক্তি পাওয়া ছবিটি দেখে নিলেন। আর তাতেই ভূয়সী প্রশংসায় ভাসালেন স্ত্রীকে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সিনেমা ‘সুই ধাগা’।
এরই মধ্যে দু’বার দেখেও ফেলেছেন বিরাট। সিনেমার কলাকুশলী এবং স্ত্রী আনুশকার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন ভারত অধিনায়ক।
টুইটার হ্যান্ডেলে বিরাট শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে নিজের লেখেন, ‘গতকাল রাতে দ্বিতীয়বার সুই ধাগা সিনেমাটি দেখলাম। প্রথমবারের থেকে এবার আরও ভালো লেগেছে সিনেমাটি। ছবির কলাকুশলীরা দুর্দান্ত কাজ করেছেন। বরুণ খুব ভালো অভিনয় করেছেন। তবে আনুশকার অভিনয় আমার হৃদয় ছুঁয়ে গেছে।’
আজকের বাজার/এএল