আনুশকা এবার রাস্তায়

চলছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ। এ সিরিজের প্রথম টেস্ট খেলতে কেপটাউনে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সেখানে তাকে সঙ্গ দিচ্ছেন বলিসুন্দরী আনুশকা শর্মা।

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর সদ্যই ইতালিতে গাঁটছড়া বেঁধেছেন তারা। এখন চলছে তাদের হানিমুন পিরিয়ড।

কেপটাউনে এ নবদম্পতি পা রাখার পর থেকেই নানা সময়ে তাদের ছবি ও ভিডিও প্রকাশ করে আসছেন ভক্তরা। সম্প্রতি আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। দুই ভুবনে সেটি রীতিমতো ঝড় তুলেছে।

নতুন ভিডিওতে সমৃদ্ধ নগরীটির রাস্তায় নাচতে দেখা গেছে আনুশকাকে। এতে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পা মিলিয়েছেন হালের ক্রেজ।

শিগগির ভারতে ফিরে আসছেন আনুশকা। ফিরে নিজ প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য পরির বাকি কাজ সম্পন্ন করবেন তিনি। অতিপ্রকৃত থ্রিলারধর্মী এ ছবিতে তার সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন ওপার বাংলার জনপ্রিয় মুখ পরমব্রত চ্যাটার্জি।

২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে জুটি বাঁধেন কোহলি ও আনুশকা। ধারণা করা হয়, এর শুটিং সেট থেকেই তাদের রোমান্সের শুরু। মাঝে দুয়েকবার এ জুটির বিচ্ছেদের খবরও মাথাচাড়া দিয়ে ওঠে। অবশেষে বিয়ে করে এর ইতি টানলেন দুই ভুবনের দুই বাসিন্দা।

https://www.youtube.com/watch?v=0rp8GrIHQ48

আজকের বাজার:এলকে/ ৮ জানুয়ারি ২০১৮