পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানকে মনোনীত করেছে তার দল তেহরিক ই ইনসাফ (পিটিআই)।
গতকাল সোমবার রাজধানী ইসলামাবাদের একটি হোটেলে ইমরানের সভাপতিত্বে এক বৈঠকে পিটিআইয়ের সংসদীয় কমিটি আনুষ্ঠানিকভাবে তাকে মনোনয়ন দেয়।
দেশটির সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, নির্বাচনে জয়লাভের পর সংসদীয় কমিটির বৈঠকে অংশ নিতে গতকালই প্রথমবারের মতো নিজের বাড়ি ছেড়ে বের হন ইমরান। তবে তিনি ঠিক কবে নাগাদ এই দায়িত্ব নেবেন তা জানা যায়নি।
পিটিআই-এর বরাত দিয়ে খবরে আরও বলা হয়, নির্বাচনে ছয়টি আসনে জয় পাওয়া দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) সরকার গঠনের জন্য পিটিআইকে সমর্থন জানিয়ে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে। এর পরই দলটি থেকে একজনকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার কথা ভাবছে পিটিআই।
গত ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচনে পিটিআই পেয়েছে ১১৫টি আসন। নওয়াজ শরিফের দল পিএমএল-এন ৬৪টি ও পিপিপি ৪৩টি আসনে জয় পেয়েছে। পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে একটি দলকে ১৩৭টি আসন পেতে হয়। সেক্ষেত্রে ইমরানের দল সরকার গঠনের জন্য ২২টি আসন পিছিয়ে ছিল।
আজকের বাজার/এমএইচ