আনোয়ারায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বন্য হাতির আক্রমণে  আবদুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এ উপজেলার পাহাড়ী এলাকার বেশ কিছু  বন্য হাতির দল লোকালয়ে চলে  আসে। বন্য হাতির দল তাণ্ডব চালাচ্ছে ঘরবাড়ী, ক্ষেত-খামার ও ফসলি জমিতে। এতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ।

আজ শুক্রবার (১৩ জুলাই) ভোরে বন্য হাতির আক্রমণে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে আবদুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

স্থানীয়রা জানান, আবদুর রহমান ভোরে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হলে বন্য হাতির আক্রমণের শিকার হন।

এ সময় স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত ৬ জুলাই রাতে উপজেলার বটতলী ইউনিয়নের ছিরাবটতলী এলাকায় বন্য হাতির দল লোকালয়ে প্রবেশ করে স্থানীয় কৃষকদের ক্ষেত-খামার, গাছপালা, বাড়ির দেয়াল ভাঙচুর করে।

এছাড়া পশ্চিমচাল এলাকার সাবেক ইউপি সদস্য সালাম মেম্বারের বাড়িতেও বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটে। এ সময় হাতির আক্রমণে আহত হন এক বৃদ্ধা।

জানা গেছে, আনোয়ারা উপজেলার বৈরাগ, গুয়াপঞ্জ, মাহতা, পশ্চিমচাল এলাকায় গত প্রায় ৩ সপ্তাহ যাবত পাহাড় থেকে দুইটি বন্য হাতি প্রায়ই লোকালয়ে হানা দিচ্ছে।

এলাকার জামাল হোসেন জানান, ‘আমাদের বাড়ি পাহাড়ের পাশে হওয়ায় বিভিন্ন সময় বন্য হাতি এসে তাণ্ডব চালায়, বাড়ির দেয়াল, গাছপালা ভাঙচুর করে। আমরা পরিবার পরিজন নিয়ে আতঙ্কে থাকি।

উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তাদের  এখন এলাকাবাসীর নিরাপত্তার ও সার্বিক বিষয়গলোর দিকে নজর দেয়া দরকার।’

এসএম/