আন্তঃগার্মেন্টস ফুটবল টুর্ণামেন্ট শুরু মঙ্গলবার

পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) উদ্দ্যেগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃগার্মেন্টস ফুটবর টুর্ণামেন্ট ‘বিজিএমইএ কাপ-২০১৮’ আগামী মঙ্গলবার শুরু হবে।

শনিবার দুপুরে কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

তিনি জানান, আগামী মঙ্গলবার শুরু হবে এই টুর্ণামেন্ট। আর ফাইনাল হবে ২ মার্চ। টুর্ণামেন্টে অংশ গ্রহণ করছে বাংলাদেশের স্বনামধন্য ১৬ টি পোশাক তৈরি প্রতিষ্ঠান। এদের মধ্যে বান্দো ডিজাইন, কমফিট কোম্পাজিট নিট লি.,এপিলিয়ন গ্রুপ, অনন্ত গ্রুপ, নাসা গ্রুপ, মজুমদার গ্রুপ, এসপায়ার গার্মেন্টস, স্টারলিং গ্রুপ, ভারসাটাইল গ্রুপ উল্লেখযোগ্য।

রাজধানির ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের অ্যাস্ট্রো- টার্ফ মাঠে গ্রুপ পর্বেও খেলাগুলো অনুষ্ঠিত হবে। গ্রুপে ১৬ টি দল চার গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। সেভেনে-এ-সাইডের এ টুর্নামেন্টের ফাইনাল হবে আর্মি স্টেডিয়ামে। ফাইনাল খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজি টিভি।

বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান ছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন।

আজকের বাজার: আরজেড/আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮