আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবলে চবিকে হারাল ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত ৩১ মার্চ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৪ গোলে এবং ২ এপ্রিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইবি ফুটবল টিম।

গতকাল বুধবার দিনের দ্বিতীয় ম্যচে ‘খ’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে ইবি ফুটবল দল। বৃহস্পতিবার খেলার প্রথমার্ধে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের হয়ে একটিমাত্র গোল করে কবির। খেলার শেষার্ধে কোন দলই আর কোন গোল দিতে পারেনি।
আর তারই সুবাদেই ফাইনাল নিশ্চিত করলো শক্তিশালী ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল দল।

প্রসঙ্গত, এর আগে সকাল সাড়ে ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আগামীকাল শুক্রবার বিকাল তিনটায় ফাইনাল খেলায় অংশগ্রহন করবে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়।

আরএম/