রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপরে মিয়ানমারের নিপীড়ন-নির্যাতনের ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র তদন্ত অনুমোদনকে প্রত্যাখ্যান করেছেন মিয়ানমার সরকার। শুক্রবার দেশটির সরকারি মুখপাত্র জ্য হতে বলেছেন, মিয়ানমারের ব্যাপারে আইসিসি’র তদন্ত অনুমোদনকে আন্তর্জাতিক আইন সমর্থন করে না।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালত রোহিঙ্গাদের ওপরে নিপীড়ন-নির্যাতনসহ মানবাধিকার বিরোধী কর্মকান্ডের জন্যে মিয়ানমারের ব্যাপারে স্বাধীন তদন্তের অনুমোদন দিয়েছে।
এদিকে, রোহিঙ্গাদের ওপরে নৃশংসতার ক্ষেত্রে জবাবদিহিতা এবং মানবাধিকার নিশ্চিত করার বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ করে জাতিসংঘ সাধারণ পরিষদের একটি কমিটিতে একটি প্রস্তাব পাস হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন এবং ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি যৌথভাবে এই প্রস্তাব আনে এবং প্রস্তাবের পক্ষে ১৪০টি দেশ ভোট দেয় ও ভারতসহ ৩২টি দেশ ভোটদানে বিরত থাকে। চীন-রাশিয়াসহ ৯টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। বাংলাদেশ এই প্রস্তাব পাসকে স্বাগত জানিয়ে সকল সদস্য রাষ্ট্রকে এক বিবৃতিতে ধন্যবাদ জানিয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান