আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে মানিকগঞ্জে

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকার পদ্মা নদীর কাছে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ওই এলাকা পরিদর্শন করেছে একটি কমিটি।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব অশোক কুমার বিশ্বাস এই তথ্য জানান। তিনি বলেন, ঢাকার বাইরে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের ইচ্ছা পোষণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য প্রাথমিকভাবে মানিকগঞ্জের ধুতরাবাড়ি এলাকাকে চিহ্নিত করা হয়েছে। আর স্টেডিয়াম নির্মাণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ওই এলাকা পরিদর্শন করেছেন কমিটির সদস্যরা।

মানিকগঞ্জে স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্যতা যাচাই কমিটিতে আছেন- স্থানীয় সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়; জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) বিশেষজ্ঞ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এনএসসি সচিব অশোক কুমার বিশ্বাস; প্রকৌশলী হেদায়েতুল হক মির্জা; সুকুমার বিশ্বাস; অধ্যাপক ড. বদরুজ্জামান; অধ্যাপক ড. ইকরামুল হক; অধ্যাপক ড. মাহফুজুর রহমান।

এনএসসি সচিব বলেন, এটা প্রাথমিক পদক্ষেপ। বুয়োট এবং এনএসসি প্রকৌশলীরা একটি প্রতিবেদন পেশ করবেন। এরপর মাটি পরীক্ষার রিপোর্ট, জমির দামসহ একটি রিপোর্টেও জন্য একটি ফার্ম নিয়োগ করা হবে।

তিনি বলেন, একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে প্রায় ২৫ একর জমি প্রয়োজন। প্রয়োজনীয় জমি সেখানে আছে। বুয়েট প্রতিনিধি দল ইতিবাচক রিপোর্ট দিলে জমি অধিগ্রহণের কাজ শুরু হবে।

অশোক কুমার বিশ্বাস বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, পদ্মার কাছাকাছি একটি স্টেডিয়াম নির্মাণ করা। তবে নদী ভাঙ্গনের বিষয়টিও আমাদের নজরে রাখতে হবে। বর্তমান সরকারের আমলেই স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হবে।

নতুন এই স্টেডিয়ামের মাধ্যমে আন্তর্জাতিক দর্শনার্থীরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন। যা থেকে ক্রিকেট ও পর্যটন উভয়ই লাভবান হবে।

বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয় মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের বলেছিলেন, নদীর কাছাকাছি একটি স্টেডিয়াম নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছে পোষণের অংশ হিসেবেই তারা এলাকাটি পরিদর্শন করেছেন। এই কারণেই প্রাথমিকভাবে পাটুরিয়া ফেরি ঘাট এলাকাকে বেছে নেওয়া হয়েছে। ফেরি ঘাট ছাড়াও অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা। সেখানে স্টেডিয়াম নির্মিত হলে পর্যটন শিল্প অবশ্যই বিকশিত হবে।

আজকের বাজার: আরআর/ ২০ জুলাই ২০১৭