১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচিত্র উৎসবে ৮ দেশের নির্মাতাদের সঙ্গে জুড়ি বোর্ডের সদস্য হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। আগামী ১২ জানুয়ারি শুরু হচ্ছে এই উৎসব।
এ বিষয়ে বিপাশা হায়াত বলেন, এবারের উৎসবের ‘উইমেন ফিল্মমেকারস সেকশন’-এ বিচারক হিসেবে আমি থাকছি। এ রকম উৎসবে যোগ দেওয়া অবশ্যই আনন্দের এবং নতুন অভিজ্ঞতার। এক ধরনের সম্মান বা স্বীকৃতিও বলতে পারেন।
নব্বই এর দশকে জনপ্রিয় এই টিভি অভিনেত্রী মঞ্চনাটকেও সমানভাবে সফল ছিলেন, বিপাশা হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক পাশ করেন। বিপাশা হায়াত আগুনের পরশমণি ও জয়যাত্রা নামক দুটি মুক্তিযুদ্ধ সংক্রান্ত চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি জয়যাত্রা চলচ্চিত্রে অভিনয়ের জন্যে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ।
আজকের বাজার: সালি / ৩০ নভেম্বর ২০১৭