আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত পূর্ণিমা

নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু বি কন্টিনিউড’ ছবির জন্য সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য ‘ফি-ফগ’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

জানা গেছে, আগামী ২১ থেকে ২৯ এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ফি-ফগ’-এর ১৩তম আসর। সেখানে লাল গালিচায় হাঁটবেন দেশীয় চলচ্চিত্রের এ জনপ্রিয় নায়িকা।

এ বিষয়ে জানতে চাইলে পূর্ণিমা বলেন, এই প্রথম কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছি। এটা আনন্দের ব্যাপার। আমি যাচ্ছি এতে অংশ নিতে। চলচ্চিত্রটি দেশের খুব বেশি হলে মুক্তি পায়নি। ওইরকম ছবি হলে কমার্শিয়ালি হিট করবে এমন ছবিও ছিল না। তবে চলচ্চিত্রটির গল্প ভালো, নির্মাণ ভালো। বাইরে প্রদর্শিত হচ্ছে এটা সম্মানের।

গতবছর ঈদ উল ফিতরে চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পাশাপাশি দেশের কয়েকটি সিনেমা হলে মুক্তি পায় ‘টু বি কন্টিনিউড’। চলচ্চিত্রটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন তাহসান। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, মিশু সাব্বির, অপর্ণা, মিতা চৌধুরী, আবুল হায়াত, সোহেল খান প্রমুখ।

আজকেরবাজার/এস