বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। আজ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার এনার্জি পয়েন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য কথা সাহিত্যিক এবং বাংলাদেশ লেখিকা সঙ্ঘের সভাপতি দিলারা মেসবাহ।এছাড়াও বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীতশিল্পী শাহীন সামাদ ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এছাড়াও, অনুষ্ঠানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ূন রশিদ, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী রবিউল আলম, পরিচালক এনামুল হক চৌধুরী এবং পরিচালক নুরুল আক্তার অংশগ্রহণ করেন।