দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আই সি এম এ বি), বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান। আইসিএমএবি এর উদ্যোগে “আন্তর্জাতিক নারী দিবস” উপলক্ষে এক সেমিনার গতকাল মঙ্গলবার (১২/০৩/২০১৯) আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটরিয়াম, নীলক্ষেত, ঢাকায় অনুষ্ঠিত হয়।
সেমিনারে “Think equal, build smart, innovate for change” বিষয়ের উপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবি’র ফেলো সদস্য আকতার সানজিদা কাশেম এফসিএমএ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান লুনা সামছুদ্দোহা।
আইসিএমএবি’র সভাপতি এম আবুল কালাম মজুমদার সেমিনারে স্বাগত বক্তব্য দেন এবং সচিব মোঃ আবদুর রহমান খান ধন্যবাদ বক্তব্য জ্ঞাপন করেন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ফরিদা নাসরিন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক রোকসানা রশিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. রুমানা হক। সেমিনারটি সঞ্চালনা করেন গ্লাস্কো স্মীথ বাংলাদেশের অর্থ পরিচালক ও কোম্পানী সচিব জিনিয়া তানজিনা হক ।
সেমিনারে ইনস্টিটিউটের বিপুল সংখ্যক ফেলো ও এসোসিয়েট সদস্য ও ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন।