আজ আন্তর্জাতিক নৃত্য দিবস।নৃত্যকলা পৃথিবীর অন্যতম প্রাচীন শিল্পমাধ্যম। ১৯৮২ সাল থেকে প্রতিবছর ২৯ এপ্রিল সারা পৃথিবীতে পালন করা হয় আন্তর্জাতিক নৃত্যদিবস।
হাজার বছর ধরে কত্থক, মনিপুরী, ওডিসি, গৌড়ীয় কিংবা লোকনৃত্যের মত বর্ণীল সব নৃত্যধারার চর্চা করে চলেছেন উপমহাদেশের নৃত্যশিল্পীরা।
নৃত্যশিল্পীদের অভিযোগ, দেশে দিন দিন বাড়ছে নৃত্যশিল্পীর সংখ্যা।তবে বাড়েনি পর্যাপ্ত রিহার্সালের জায়গা।নেই পৃষ্ঠপোষকতা।
সেই সাথে ভিনদেশি সংস্কৃতির চর্চার কারণে বাংলার ঐতিহ্যময় নৃত্যধারাগুলি হারিয়ে যাচ্ছে। তাই নানা প্রতিকুলতার মুখে নৃত্যচর্চা চলছে শুধুই প্রাণের টানে।
আরজেড