সৌদি আরব প্রথমবারের মত আন্তর্জাতিক পর্যটন শুরু করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশটির এই ঐতিহাসিক পদক্ষেপকে তাদের তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে এনে পর্যটন শিল্পের প্রসারে উত্সাহিত করা হচ্ছে বলে অনেকেই মনে করছেন।
শুক্রবার, সৌদি আরব ঘোষণা করেছে যে তারা ঊনপঞ্চাশটি দেশের নাগরিককে সৌদি আরব ভ্রমণের ভিসা দিবে।
বিদেশী পর্যটকদের দিকে খেয়াল রেখে মহিলাদের পোশাকের বিষয়ে অতীতে যেসব নিয়মাবলী ছিল তা শিথিল করা হয়েছে। অমুসলমান বিদেশী পর্যটকরা পবিত্র শহর মক্কা ও মদিনায় যেতে পারবেন না এবং এলকোহল বা সুরার উপরে আগের মতই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সৌদি কর্মকর্তাদের মতে পর্যটন শিল্পের কারণে দেশটি লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।
আজকের বাজার/লুৎফর রহমান