রাজধানীতে বুধবার থেকে শুরু হতে যাওয়া ১৫তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা ২০২০ স্থগিত করেছেন আয়োজকরা।
আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ৪ দিনব্যাপী এ মেলার যৌথ আয়োজক ছিল বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) এবং তাইওয়ানের ইয়র্কার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস।
প্লাস্টিক শিল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আয়োজকরা এ বৃহৎ মেলা স্থগিত করতে বাধ্য হয়েছেন। এ মেলায় প্রতি বছর বিপুল সংখ্য চীনা ব্যবসায়ী অংশ নিয়ে তাদের পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করেন।
তবে, বিপিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ‘অনিবার্য পরিস্থিতির’ কারণে মেলা স্থগিত করা হয়েছে। এ মেলা ১২ থেকে ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ৪ থেকে ৭ জুন অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আজকের বাজার/এমএইচ