কাবুল বিমানবন্দর খুব শিগগির আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্যে প্রস্তুত করা হবে। কারিগরি সমস্যা সমাধানের জোর প্রচেষ্টা চলছে। বিমানবন্দরের পরিচালক আবদুল হাদি হামাদানি সোমবার এ কথা জানান। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক ভিডিও ক্লিপে হামাদানি বলেন, আভ্যন্তরীণ ফ্লাইট ইতোমধ্যে চালু হয়েছে। শিগগির আন্তর্জাতিক ফ্লাইটও চালু হবে। যে ১০ থেকে ১৫ শতাংশ কারিগরি সমস্যা রয়ে গেছে তা দূর করার চেষ্টা চলছে।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) এর একটি বিমান কাবুল বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন। তিনি জানান, গত ৩১ আগস্ট মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর প্রত্যাহার শেষ করার সময়ে বিমানবন্দরের অনেক ক্ষতি হয়েছে এবং এর বেশ কিছু সুবিধা ধ্বংস করা হয়েছে।
এছাড়া তিনি নিশ্চিত করেন ইতোমধ্যে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, কাজাখস্তান ও পাকিস্তান থেকে মানবিক সহায়তা নিয়ে বিমান কাবুল বিমানবন্দরে এসেছে। একই ধরনের ফ্লাইট আগামী দিনগুলোতে রাশিয়া ও তুরস্ক থেকেও আসবে বলে তিনি জানান। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান