আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু করেছে সৌদি আরব

করোনাভাইরাস মহামারিতে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট চলাচল শুরু করেছে সৌদি আরব।

সৌদি আরবের বেসামরিক বিমান কর্তপক্ষ এ ব্যাপারে এয়ারলাইন্সগুলোকে বিস্তারিত জানিয়ে দিয়েছে।

তারা বলছেন, বৈধ ভিসা ও বৈধ ইকমা (সৌদি আরবে কাজ করার অনুমিত) যাদের রয়েছে, তারা এখন থেকে সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্স মধ্য প্রাচ্যের দেশটির চারটি রুটে- রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করে থাকে।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর তারা সৌদি আরবে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করবে।

অনুমোদন পাওয়ার পর সাধারণ যাত্রীদের বিমানের সময়সূচি সম্পর্কে অবহিত করা হবে।