আন্তর্জাতিক মান সংস্থার সাথে কাজ করতে চায় বিএবি

বিশ্বব্যাপী পণ্যের গুণগত মানোন্নয়ন ও অ্যাক্রেডিটেশন কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) স্মারক স্বাক্ষর করবে।

রোববার ১৪ জানুয়ারি শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিএবি আয়োজিত ‘আইএসও/আইইসি ১৭০২৫:২০১৭ মানবিষয়ক’ পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ একথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি ও পণ্য বহুমুখীকরণের জন্য এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এর ফলে অভ্যন্তরীণভাবে ভোক্তাসাধারণের সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশি পণ্যের অবস্থান সুসংহত হবে।

শিল্পসচিব বলেন, শুধু অভ্যন্তরীণ বাজারের চাহিদা মিটিয়ে শিল্পকারখানা টেকসই করা যাবে না। বিশ্ববাজারে রপ্তানি বাড়াতে পণ্যের গুণগত মানোন্নয়ন, বাজার সম্প্রসারণ ও বহুমুখীকরণের উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে উৎপাদিত পণ্যের গুণগতমান আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।

বিএবি’র মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এনামুল হক ও সহিদুল ইসলাম বক্তব্য রাখেন। উল্লেখ্য,বাংলাদেশে স্থাপিত জাতীয় ও বহুজাতিক টেস্টিং এবং ক্যালিব্রেশন ল্যাবরেটরিগুলোর সক্ষমতা ও জনবলের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ২৫ জন অ্যাসেসর, ল্যাবরেটরি ম্যানেজার ও ল্যাবরেটরি বিশেষজ্ঞ অংশ নেন।

আজকের বাজার:এলকে/ ১৪ জানুয়ারি ২০১৮