ইয়ামাহা রাইডার্স ক্লাব ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহারকারীদের নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় বাইকিং কমিউনিটি যারা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে সাথে সমাজসেবামূলক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে থাকে। দেশব্যাপী যাদের রয়েছে ৩ হাজারেরও বেশি নিবন্ধিত সদস্য।
ইয়ামাহা রাইডার্স ক্লাব বরাবরই সমাজসেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ১২ আগস্ট ২০২১ তারিখে “আন্তর্জাতিক যুব দিবস” উপলক্ষে ইয়ামাহা রাইডার্স ক্লাব দেশব্যাপী করোনা ও ডেংগু সংক্রমণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার ও টিকা নেওয়ার প্রয়োজনীয়তা এবং ডেংগু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও করোনা রোগীদের সাহায্যে ঢাকার তেজগাঁয়ে আবস্থিত ইয়ামাহা ৩এস সেন্টারের সামনে আয়োজন করে স্বেচ্চায় রক্তদান কর্মসূচীর।