আজ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস।
মঙ্গলবার (২৯ মে ) দিবসটি কে কেন্দ্র করে সকালে ঢাকার বিমান বাহিনী ঘাঁটি ‘বাশার’ এর ব্যবস্থাপনায় পিস কিপার্স ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
এসময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা ও অবদানের কথা স্মরণ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধি, বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী সমাবেশে অংশ নেন।
এ বছর জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদশেী শান্তরিক্ষী সদস্যদরে গৌরবময় অংশগ্রহণরে ৩০ বছর পূর্ণ হচ্ছে।
আরজেড/