ক্যান্সারমুক্ত বিশ্ব গড়ে তুলতে একতাবদ্ধ অঙ্গীকারে, আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস উপলক্ষে ইংল্যান্ড ভিত্তিক চ্যারিটি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার ইউকে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। আজ আন্তর্জাতিক শিশু ক্যান্সার প্রতিরোধ দিবস উপলক্ষে সকাল সাত ঘটিকায় চন্দ্রিমা উদ্যান থেকে BICC প্রাঙ্গণ পাশের উম্মুক্ত স্থানে ক্যান্সারমুক্ত বিশ্ব গড়ে তুলতে একতাবদ্ধ অঙ্গীকারে,আশিক সার্ভিং চাইল্ডহুড ক্যান্সার, বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট, ফ্যামিলি সাইক্লিং, ওয়াল্ড ক্যান্সারমুক্ত সোসাইটি বাংলাদেশ এর সহযোগিতায় বিভিন্ন সাইক্লিস্টদের অংশগ্রহণে গণসচেতনতার উদ্দেশ্যে এক বর্ণাঢ্য সাইকেল রেলি আয়োজন করা হয়। ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার ইউকে এর বাংলাদেশের কর্মসূচি সমন্বয়ক জুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সালমা চৌধুরী, র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট এ-র প্রধান সমন্বয়ক,মোঃ আমিনুল ইসলাম টুববুস, ফ্যামিলি সাইক্লিস্টের, সিও মফিজুল ইসলাম ,ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রচার সম্পাদক,মো: মঈন উদ্দীন তালুকদার,পথ শিশু সমাজ কর্মী ফারহানা শাহ,পরিবেশবাদী,রোজিনা আক্তার দুলীন, তানজিম এলাহি সহ বিশিষ্ট সংগঠক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।