আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে নতুন করে ১২ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ১৩১ জনে।
নতুন একজন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। স্বাস্থ্য দপ্তর মঙ্গলবার এ কথা জানায়।
এদিকে নতুন করে আরো ১৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৯১২ এ। বর্তমানে করোনায় অসুস্থ ৯৬ জন।
বিমানে করে যারাই এ অঞ্চলে প্রবেশ করছে তাদেরকে দ্রুত পরীক্ষার আওতায় যেতে হচ্ছে।
আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের তথ্য, প্রচার ও পর্যটন বিষয়ক সেক্রেটারি এস কে সিং সোমবার এক ঘোষণায় বলেছেন, প্রশাসন লকডাউনের সময় ১৪ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।