ইরানের প্রেসিডেন্ট হাসান রূহানী সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আটককৃত আন্দোলনকারীদের মুক্তি দেবার আহ্বান জানিয়েছেন। এক টেলিভিশন ভাষণে রূহানী বলেন যারা নিরস্ত্র নিরপরাধ, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করছিলো তাদের প্রতি ধর্মীয় ও ইসলামিক পবিত্রতা প্রদর্শন করে মুক্তি দেয়া প্রয়োজন।
গত মাসে ইরান সরকার জ্বালানি তেলের মূল্য প্রায় ২০০ শতাংশ বৃদ্ধি করলে আন্দোলনে ফেটে পড়ে জনসাধারণ। সপ্তাহ ধরে ইন্টারনেট সুবিধা বন্ধ রাখা হয়। এমনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে কমপক্ষে ২০৮ জন নিহত হয়েছে এই আন্দোলনে। এবং এতেই বোঝা যাচ্ছে ইরানের নিরাপত্তা বাহিনী ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালিয়েছে আন্দোলনকারীদের ওপর।ভিওএ
আজকের বাজার/লুৎফর রহমান