যারা ফেইসবুকের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেছে ঢাবি কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার রাতে খবর ছড়িয়ে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ ছাত্রীর পায়ের রগ কেটে দিয়েছেন এক ছাত্রলীগ নেত্রী। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনরত শিক্ষার্থীরা। এমনকি নানাভাবে নাজেহাল করা হয় অভিযুক্ত সুফিয়া কামাল হল শাখার ছাত্রলীগ নেত্রী এশাকে।
তাৎক্ষণিকভাবে হল থেকে বহিষ্কার করা হয় তাকে।এরপর আসে ছাত্রলীগ থেকে বহিষ্কারের ঘোষণা। উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারের কথা। দুইদিন পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ বলছে, পায়ের রগ কাটার খবরটি ছিল মিথ্যা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ গুজব ছড়ানো হয়।
এর আগে, রবিবার রাতে ফেইসবুকে ছড়ানো হয় আন্দোলনের মধ্যে পুলিশের গুলিতে এক ছাত্র নিহত হওয়ার কথা। পরে ওই ছাত্র নিজেই ফেইসবুকে সামান্য আহত হওয়ার কথা জানিয়ে পোস্ট দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আন্দোলন নিয়ে ফেইসবুকে যারা মিথ্যা খবর ছড়িয়েছে তাদের উদ্দেশ্য খতিয়ে দেখতে হবে।
আজকের বাজার/আরজেড