কোটা সংস্কার আন্দোলনে গুজব ছড়ানোর সন্দেহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩০টি অ্যাকাউন্ট চিহ্নিত করেছে পুলিশের সাইবার অপরাধ বিভাগ।
প্রাথমিকভাবে ২০০টি ফেইসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করে পুলিশের সাইবার অপরাধ বিভাগ। পর্যালোচানর ভিত্তিতে এই সংখ্যা নেমে এসেছে ৩০ এ। রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
গত বৃহস্পতিবার ঢাকার রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে এই মামলাটি দায়ের করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। মামলার এজাহারে কারও নাম ঠিকানা উল্লেখ করা হয়নি। তবে এর সাথে বিভিন্ন ফেইসবুক আইডির নাম এবং পোস্টও যুক্ত করা হয়।
সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিকে পুলিশের গুলিতে এক শিক্ষার্থীর মৃত্যুর গুজব ছড়িয়ে দেয়া হয় ফেইসবুকে। আর ভাইরাল হয় এক ছাত্রীর রগ কাটার মিথ্যা তথ্য। এই অপপ্রচারে আন্দোলন হয়ে ওঠে মারমুখী।
আজকের বাজার/আরজেড