আন্দোলন, আন্দোলন, আন্দোলন: ফখরুল

নেতাকর্মীদের রাজপথে নামার আহবান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা জেগে উঠুন।আন্দোলন, আন্দোলন, আন্দোলন। আন্দোলনের আগে অন্য কিছু চিন্তা করবো না। আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়াকে মুক্ত করতে হবে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আমরা আন্দোলনের বিকল্প ভাবছি না। আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রীকে মুক্ত করে আনবো।

তিনি বলেন, মানুষ সুযোগের অক্ষোয় রয়েছে। একবার সুযোগ পেলে এই সরকারকে চিরতরে উৎখাত করে ছাড়বে।

এমআর/