বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের
প্রকাশিত - জুলাই ২৪, ২০১৯ ৫:১৮ পিএম
দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া।
তিনি বলেন, ‘আমাদের দাবি, ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
তিনি আরো বলেন, ‘আজ সকালে মোকাররম ভবনের সামনে আমাদের কয়েকজন ছাত্রীকে হেনস্থা করার প্রতিবাদ করতে গেলে আহনাফ তাহমিদ নামে এক সাধারণ ছাত্রের ওপর হামলা করেছে ছাত্রলীগ। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
আজকের বাজার/এমএইচ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.