শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
আপনার পোষা প্রাণীগুলো থেকে সাবধান থাকুন: প্রধানমন্ত্রীকে ড. জাফরুল্লাহ
প্রকাশিত - নভেম্বর ৩, ২০১৮ ৪:০৮ পিএম
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘সরকারের অনেক বাবুরা আছেন যারা চাইবে খালেদা জিয়ার নামে অকারণে মামলা দিয়ে হাসিনাকে জনসম্মুখে হেয় করতে। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনার যে পোষা প্রাণীগুলো আছে তাদের থেকে সাবধান থাকুন। তা না হলে এটা দেশের বিপদ।’
শনিবার (৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ড. জাফরুল্লাহ বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের কথা প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন। সুষ্ঠু নির্বাচন করা সহজ, কারণ আমি বলেছি খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলা আছে তা ফৌজদারি মামলা। বিষয়টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজনীতির কারণে প্রতিপক্ষকে ঘায়েল করাই উদ্দেশ্য। ’
তিনি আরও বলেন, ‘আমি সবসময় বলেছি, আমি মামলা প্রত্যাহার চাই না। তার প্রতি (খালেদা) সুবিচার করা হোক। সুবিচার করতে হলে তার প্রথম শর্ত হচ্ছে তাকে জামিনে মুক্তি দিতে হবে। তাকে জামিনে মুক্তি দেওয়া সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠার প্রথম কদম। আমি সংলাপেও বলেছি, তাকে জামিনে মুক্তি দেন। জামিন দিয়ে বিচারিক প্রক্রিয়া অব্যাহত থাকে, থাকুক। ’
তিনি বলেন, ‘যেই দুটো সাংবিধানিক সমস্যার কথা বলা হচ্ছে - আমি বলেছি এটার জন্য হয়তো একটা মিটিংয়ে হবে না। শাহদীন মালিক, আসিফ নজরুলের মতো যারা আইনজ্ঞ, তাদেরসহ সরকার থেকে দুইজন আইনজ্ঞকে নিয়ে ৪৮ ঘণ্টা সময় দিলে এসবের সুরাহা হতে পারে। দেখতে হবে আটকানোর উদ্দেশ্য কী? আমি কি ইঁদুর বিড়ালের খেলা খেলবো নাকি জাতির মঙ্গলের কথা ভাববো।’
জাফরুল্লাহ বলেন, ‘পত্র-পত্রিকায় দেখেছি প্রধানমন্ত্রী বলেছেন, সামরিক বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিলে ১/১১ এর পুনাবৃত্তি হবে। আমি প্রশ্ন করি, র্যাবকে ম্যাজিট্রেসি ক্ষমতা দেওয়া আছে, তারা কি দেশ দখল করে বসে আছে? আইনশৃঙ্খলা বাহিনী যখন অভিযানে যায় তখন ম্যাজিস্ট্রেট থাকে সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে ম্যাজিস্ট্রেট দিয়ে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিলে জনগণের মধ্যে বিশ্বাস জন্মাবে।’
আজকের বাজার/এমএইচ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.