আপন জুয়েলার্সের গ্রাহকদের স্বর্ণ হস্তান্তরের সময় পেছালো

আপন জুয়েলার্সের প্রকৃত গ্রাহকদের তালিকা দিতে না পারায় সোমবার ২২ মে পূর্ব নির্ধারিত তারিখ পিছিয়ে আগামী ২৫ মে তারিখ নির্ধারণ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এদিন মালিকপক্ষকে স্বর্ণের দোকানে উপস্থিত হয়ে কাগজপত্র বুঝে নিতে হবে।

শুল্ক গোয়েন্দার মহা-পরিচালক (ডিজি) ড. মঈনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, আপন জুয়েলার্সের পক্ষ থেকে প্রকৃত গ্রাহকদের তালিকা দেয়ার কথা থাকলেও গতকাল রোববার পর্যন্ত তা দেয়া হয়নি।

তাই ন্যায়বিচারের স্বার্থে আগামিী ২৫ মে বৃহস্পতিবার  মালিকপক্ষকে স্বর্ণের দোকানে উপস্থিত হয়ে কাগজপত্র বুঝে নিতে পুনরায় সময় দেয়া হয়েছে। এইসব কাগজপত্র অনুযায়ী তালিকা তৈরির পর প্রকৃত গ্রাহকদেরকে জমাকৃত স্বর্ণ ফেরতের জন্য পুনরায় সময় নির্ধারণ করা হবে।

এখানে উল্লেখ্য তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দোকান থেকে কাগজপত্র বুঝে নিতে গত ১৮ মে শুল্ক গোয়েন্দার দল উপস্থিত হলেও তারা কেউ হাজির হননি  বলেও ডিজি জানান।

আজকের বাজার: আরআর/ ২২ মে ২০১৭