বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্রের বৈধতার জন্য নির্বাচন কমিশনে তার পক্ষে করা আপিল নামঞ্জুর করা হয়েছে। ফলে তার নির্বাচনে অংশগ্রহণ করার পথ বন্ধ হয়ে গেল।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন খালেদা জিয়া। কিন্তু তিন আসনের রিটার্নিং কর্মকর্তারা খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দেন। এর বিরুদ্ধে তার পক্ষ থেকে নির্বাচন কমিশনে আপিল করা হয়।
শনিবার, ৮ ডিসেম্বর বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীদের করা আপিলের শুনানি করে তিনটি মনোনয়নই বাতিল করে দেয় ইসি।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী শুনানিতে উপস্থিত ছিলেন।
শুনানি শেষে মাহবুব তালুকদার খালেদা জিয়ার মনোনয়নপত্রের বৈধতার পক্ষে মত দেন। তবে অন্য চারজন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের পক্ষে ছিলেন। পরে সংখ্যাগরিষ্ঠদের মতের ভিত্তিতে বিএনপির চেয়ারপারসনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
আজ দুপুর থেকে নির্বাচন ভবনে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুবউদ্দিন খোকনসহ আরো কয়েকজন আইনজীবী।
আজকের বাজার/এমএইচ