একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন শুনানি শেষে এ আদেশ দেয়।
এরআগে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পাটির ‘লাঙ্গল’ মার্কার মনোনয়ন না পেয়ে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন সিডি ব্যবসায়ী থেকে তারকা বনে যাওয়া হিরো আলম। বগুড়ার রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়পত্র বাতিল করলে তিনি আপিল করেন।
আজ নির্বাচন কমিশন শুনানি শেষে মনোনয়পত্র বাতিলের আদেশ বহাল রাখল।
বগুড়া-৪ আসনে হিরো আলমসহ ১৬ জন মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে বাছাইয়ের দিনে হিরো আলমসহ সাতজনের মনোনয়ন বাতিল করা হয়।
আজকের বাজার/এমএইচ