আপিল করেছেন নওয়াজ শরিফ

দুর্নীতির দায়ে কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তার সাজার বিরুদ্ধে আপিল করেছেন।

শুক্রবার লন্ডন থেকে দেশে ফেরার পর তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম শরিফকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের পাসপোর্টও জব্দ করা হয়েছে।

পরে তাদের দুজনকে পাঞ্জাবের রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়। নওয়াজের স্থান হয় আদিয়ালা কারাগার আর তার মেয়েকে একটি অস্থায়ী সাব-জেলে পাঠানো হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এর আগে গেল ৬ জুলাই নওয়াজ ও মরিয়মের অনুপস্থিতিতে তাদের যথাক্রমে ১০ ও ৭ বছরের কারাদণ্ড দেন একটি অ্যাকাউন্টিবিলিটি আদালত।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) পার্টির মুখপাত্র মরিয়ম ঔরঙ্গজেব বলেছেন, ইসলামাবাদ হাইকোর্টে সোমবারই এই আপিল করা হয়েছে। তিনি বলেন, ওই আপিলে নিজের ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেয়া সাজা মওকুফের আবেদন জানিয়েছেন শরিফ।

এদিকে আদালত যদি নওয়াজের আপিল গ্রহণ করেন তাহলে জামিনে মুক্তি পেতে পারেন তিনি।

লন্ডনে কেনা বিলাসবহুল চারটি ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ায় নওয়াজ শরিফ ও তার মেয়েকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গেল বছরের জুলাইয়ে দুর্নীতির এক মামলায় নওয়াজকে ক্ষমতাচ্যুত করেন সুপ্রিম কোর্ট।

আজকের বাজার/এমএইচ