আপিল বিভাগে নতুন বিচারপতি নিয়োগ শিগগির: আইনমন্ত্রী

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক নিয়োগের প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

২১ নভেম্বর মঙ্গলবার বিচার প্রশাসন ইন্সটিটিউটে বিচারকদের এক কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘এই খসড়া আইন মন্ত্রণালয়ে থেকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে। সুপ্রিমকোর্টের বিচারপতিরা এটা দেখে আইন মন্ত্রণালয়ে পাঠালে আমরা তা রাষ্ট্রপতির কাছে পাঠাবো।’

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশে ফিরে আনা হবে কি না এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে।

আজকের বাজার:এলকে/এলকে ২১ নভেম্বর ২০১৭