আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ, শপথ মঙ্গলবার

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিনজন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন- হাইকোর্ট বিভাগের বর্তমান বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নুরুজ্জামান।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার তাদেরকে এই নিয়োগ দেন। মঙ্গলবার শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের এই নতুন নিয়োগ কার্যকর হবে।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার মো. সাইফুর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথ পড়াবেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি রয়েছেন। নতুন তিনজনসহ মোট বিচারপতির সংখ্যা দাঁড়াল সাতজনে।

আজকের বাজার/এমএইচ