খালেদার জামিন প্রশ্নে রায় আজ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রশ্নে শুনানির রায় আজ মঙ্গলবার হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে,মামলাটি কার্য তালিকায় তিন নম্বরে রয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ  ৯ মে আবেদনের ওপর শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেন।

এর আগে  ৮ ও ৯ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের ওপর শুনানি হয়।

গত ১২ মার্চ খালেদা জিয়াকে ৪ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট বেঞ্চ। ১৯ মার্চ এই জামিন আদেশ ৮ মে পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগ।

আরজেড/