এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেবারিট দল ভারত। অন্যদিকে সবচেয়ে দুর্বল দল আফগানিস্তান। শক্তিশালী ভারতের বিপক্ষে আজ মাঠের লড়াইয়ে মুখোমুখি আফগানরা। ইংল্যান্ডের হ্যাম্পশায়রে সাউদাম্পটনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় খেলাটি শুরু হবে। ইতিমধ্যে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
বিশ্বকাপের চলমান আসরে এরই মধ্যে চার ম্যাচের তিনটিতে জয় পায় ভারত। বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হয়। অন্যদিকে আফগানিস্তান এরই মধ্যে পাঁচ ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি। পয়েন্ট টেবিলের চার নম্বর পজিশনে থাকা ভারতের সঙ্গে মুখোমুখি হবে টেবিলের তলানীতে থাকা আফগানরা।
বিশ্বকাপে অতীতে ভারতের সঙ্গে দেখা হয়নি আফগানিস্তানের। এই প্রথম বিশ্বকাপে ভারতের মুখোমুখি হচ্ছে আফগানরা। তবে এর আগে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দুইবার দেখা হয় এশিয়ার এই দুই দলের।
আজকের বাজার/এমএইচ