আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্য সাইফদের

২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের যুবাদের বিপক্ষে বাংলাদেশের যুবাদের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য নিজেদের এ সিরিজ দিয়ে ঝালাই করে নিবে সাইফরা। সিরিজ জয় তো বটেই, আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান।

পাঁচ ম্যাচের প্রথম চার ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটের উদ্দেশে ঢাকা ছাড়ার সময় অধিনায়ক সাইফ হাসান জানান নিজেদের লক্ষ্যের কথা।

তিনি বলেন, ‘অবশ্যই চাইবো সিরিজ জিততে। তবে আফগানিস্তানের বিপক্ষে একটাই চেষ্টা থাকবে আমাদের, তা হলো তাদের হোয়াইটওয়াশ করা।’

প্রতিপক্ষ আফগানিস্তানও ভালো দল বলে মনে করছেন সাইফ। তবে প্রত্যেক ক্রিকেটার মাঠে নিজেদের সেরাটা পারফর্ম করতে পারলে হোয়াইটওয়াশ করাটা বাংলাদেশের জন্য কঠিন কোনো কাজ হবে না বলে মনে করেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে দলের অনুশীলনও বেশ ভালো বলে জানিয়েছেন সাইফ। সদ্য শেষ হওয়া জাতীয় লিগের প্রথম রাউন্ডে খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সব মিলিয়ে অনুশীলনটা হয়েছে দারুণ। সাইফ বলেন, ‘সব মিলিয়ে ম্যাচ অনুশীলনটা খুব ভালো হয়েছে। ওয়ানডেতে আমাদের কাজগুলো যদি ঠিকভাবে করতে পারি, ইনশাল্লাহ আমাদের পক্ষে ফলাফল আসবে।’

বিশ্বকাপের আগে একটি নিখুঁত দল দাঁড় করাতে চান সাইফ হাসান। বিশ্বকাপেও ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি। দলে ব্যাটসম্যান-বোলারের দারুণ ভারসাম্য রয়েছে বলে মনে করছেন তিনি। উন্নতি হয়েছে পেসারদেরও। সাইফ বলেন, ‘আমার মনে হয় আমাদের দলটায় খুব ভালো ভারসাম্য রয়েছে। ব্যাটসম্যানরা খুব ভালো। পেসাররা আগের চেয়ে ভালো করছে এখন। দলে ভালো স্পিনারও রয়েছে। আশা করি বিশ্বকাপের আগে আমাদের দল নিখুঁত হয়ে যাবে, আর আমরা ভালো কিছু করতে পারব।’

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২৫ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা রয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। মঙ্গলবার সকালে সিলেটের পথে রওনা দিয়েছে বাংলাদেশের যুবারা। সেখানে অনুশীলন করবে তারা।

আজকের বাজার: সালি / ২০ সেপ্টেম্বর ২০১৭