জাপানের প্রধানমন্ত্রী আবে বলেছেন, বুধবার আফগানিস্তানে নিহত জাপানি সহায়তা সংস্থা প্রধান তেতসু নাকামুরার মৃত্যুতে তিনি হতবাক হয়েছিলেন।
“আমি হতবাক হয়ে গিয়েছিলাম যে তাকে এভাবেই মারা যেতে হয়েছিল,” আবে সাংবাদিকদের বলেন, আফগান জনগণ তার অবদানের জন্য পিস জাপান মেডিকেল সার্ভিসের প্রধান নাকামুরাকে ধন্যবাদ জানিয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান