আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে রাতে জঙ্গিদের অবস্থানে আফগান বিমান বাহিনীর হামলায় কমপক্ষে ১৮ তালেবান জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় সরকার শনিবার এ খবর নিশ্চিত করেছে। খবর সিনহুয়ার।
সরকারের এক বিবৃতিতে বলা হয়, নানগড়হারের পার্বত্য শেরজাদ জেলায় এ বিমান হামলা চালানো হয়।
বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে প্রাদেশিক জঙ্গি কমান্ডার খালিদসহ তালেবানের কথিত রেড ইউনিট বা স্পেশাল ফাইটার রেজিমেন্টের ১৪ সদস্য রয়েছে।
আফগান নিরাপত্তা বাহিনী তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।
জঙ্গি গ্রুপ এখন পর্যন্ত এ প্রতিবেদনের ব্যাপারে কোন মন্তব্য করেনি।