আফগানিস্তানের বাগলান প্রদেশে সংঘর্ষে ৮ জন নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে সোমবার সংঘর্ষের ঘটনায় আটজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয় জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর দুই সদস্য রয়েছে। প্রাদেশিক পুলিশ মুখপাত্র আহমেদ জাওয়াদ বাশারত একথা জানান। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, ভোরের দিকে গোলযোগপূর্ণ এ নগরীর বাগলান-ই-মারকাজি জেলায় নিরাপত্তা ফাঁড়িতে তালেবান জঙ্গিদের হামলার পর উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং তা দুই ঘণ্টা ধরে চলে। এক পর্যায়ে জঙ্গিরা তাদের ছয়টি লাশ ফেলে রেখেই সেখান থেকে পালিয়ে যায়।
ওই কর্মকর্তা জানান, এ সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যও প্রাণ হারায়। এ লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর আরো ছয় সদস্য ও আট জঙ্গি আহত হয়।
বাশারত জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাগলান-ই-মারকাজি জেলা ও এর পার্শ্ববর্তী এলাকা থেকে জঙ্গিদের উৎখাত অভিযান অব্যাহত রাখবে।
বাগলান প্রদেশের বিভিন্ন এলাকায় সক্রিয় তালেবান জঙ্গিদের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।