বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে ইংল্যান্ড।
ইংল্যান্ড ইতোমধ্যে চার ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে। তাদের একমাত্র পরাজয় আসে পাকিস্তানের বিপক্ষে ১৪ রানে।
অন্যদিকে, এখন পর্যন্ত চার ম্যাচ খেলা আফগানিস্তান সবগুলোতে হেরেছে। তারা রয়েছে পয়েন্ট তালিকায় সবার নিচে।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।
আফগানিস্তান একাদশ: রহমত শাহ, নুর আলি জাদরান, নাজিবুল্লাহ জাদরান, হাসমতউল্লাহ শহীদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক) গুলবাদিন নাইব (অধিনায়ক), রশিদ খান, মুজিব উর রহমান ও দৌলত জাদরান।
আজকের বাজার/এমএইচ