আফগানিস্তানের বিপক্ষে ১১ রানের কষ্টার্জিত জয় পেল ভারত

মোহাম্মদ সামির হ্যাট্রিকে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে কস্টার্জিত জয় পেল ফেবারিট ভারত। বিশ্বকাপের ২৮তম ম্যাচে আজ আফগানিস্তানকে ১১ রানে হারিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। জয়ের জন্য ২২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৯.৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২১৩ রানে গুটিয়ে যায় উপমহাদেশের আরেক দল যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগান্তিান ক্রিকেট দল।

লক্ষ্যটা বড় না হলেও দলীয় ২০ ও ব্যক্তিগত ১০ রান করে সামির প্রথম শিকার হন ওপেনার হযরতউল্লাহ জাজাই। আরেক ওপেনার গুলবাদিন নাইব৪২ বলে ২৭ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া হার্ডিক পান্ডিয়ার শিকার হলে দলীয় ১৬তম ওভারের ঞ্চম বলে দলীয় ৬৭ রানে আউট হলে দ্বিতীয় উইকেট হারায় আফগানরা। রহমত শাহ ৩৬ এবং হাশমতউল্লাহ ২১ রানে জসপ্রিত বুমরাহর শিকার হন। ৫৫ বলে ৫২ রান করে মোহাম্মদ নবী সামির শিকার হলে ম্যাচ থেকে ছিটকে যায় আফগানরা। এছাড়া নজিবউল্লাহ জাদরান ও রশিদ খান করেন যথাক্রমে ২১ ও ১৪ রান।

সামি ৪০ রানে হ্যাট্রিকসহ ৪ উইকেট শিকার করেন। এছাড়া বুমরাহ, যুজবেন্দ্রা চাহাল ও পান্ডিয়া নেন ২টি করে উইকেট।

আগে এর চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ফেবারিট ভারতকে মাত্র ২২৪ রানে আটকে দিল জয়হীন থাকা আফগানিস্তান। সাউদাম্পটনে টুর্নামেন্টের ২৮তম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ব্যাট হাতে নেমেই বিপদে পড়ে যায় দুইবারের চ্যাম্পিয়ন দলটি। স্পিন বোলিং দিয়ে শুরু করা আফগানরা চমকে দেন শক্তিশালী ভারতকে।

মুজিব উর রহমান দলীয় মাত্র ৭ রানে ফেরান ওপেনার রোহিত শর্মাকে। দুই ম্যাচে সেঞ্চুরি করা রোহিত ১০ বল খেলে করেন এক রান। দলীয় ৬৪ রানে আরেক ওপেনার লোকেশ রাহুলকে বিদায় করে দ্বিতীয় চমক দেখার আরেক স্পিনার মোহাম্মদ নবী। নিজের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই নবী ফেরান রাহুলকে। হজরতুল্লাহ জাজাইয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫৩ বলে দু ইবাউন্ডারিতে ৩০ রান করা রাহুল। পরপর দুই ওপেনারকে হারিয়ে প্রথমেই চাপে পড়ে ভারত।

তবে তৃতীয় উইকেট জুটিতে ব্যাট করতে নেমে বিরাট কোহলি আর বিজয় শঙ্কর মিলে দলকে এগিয়ে নেয়ার চেস্টা করেন। এই জুটি ভাঙ্গার আগেই ভারত পৌঁয়ে যায় ১২২ রানে। রহমত শাহর এলবিডব্লিুর শিকার হয়ে বিজয় শঙ্করের বিদায়ে ভাঙ্গে এই জুটি। তৃতীয় উইকেট জুটিতে বিরাট কোহলির সঙ্গে ৫৮ রান করেন তিনি। আউট হওয়ার আগে ৪১ বলে ২৯ রান করেন দলকে শতরানে নিয়ে মাঠ ছাড়েন শঙ্কর। দলীয় ১৩৫ রানে ভারত হারায় অধিনায়ক বিরাট কোহলির উইকেট। মোহাম্মদ নবীর বলে রহমত শাহকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়ার আগে কোহলি করেন ৬৭ রান। ৬৩ বলে ৫ চারে সাজানো ছিল কোহলির ইনিংসটি।

দলীয় ১৩৫ রানে ভারতের প্রথম চার উইকেট নিয়ে ম্যাচে নিজেদের শক্তির জানান দেয় আফগানিস্তান। ফলে ১৩৫ রানে প্রথম চার উইকট হারানো ভারতকে এগিয়ে নেয়ার দায়িত্ব পড়ে মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের ওপর। তবে দ্রুত ৪ উইকেট পড়ায় ধীর গতিতে রান তুলতে থাকেন এই জুটি। তবে দলকে ১৯২ রানে নিয়ে আর টিকতে পারেননি ধোনি। রশিদ খানের বলে স্টাম্পিং হওয়ার আগে টেস্ট স্টাইলে ব্যাট করা ধোনি ৫২ বলে ৩টি চারে করেন মাত্র ২৮ রান। ধোনি আউট হলেও কেদার যাদবের ব্যাটেই দু’শ রানের কোটা পার করেন ভারত। আর দলকে ২২৩ রানে নিয়ে মাঠ ছাড়েন তিনি। গুলবাদিন নাইবের বলে আউট হওয়ার আগে ৬৮ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৫২ রান করেন যাদব। ভারতীয় ইনিংসে তার করা এই একটি ছক্কাই ছিল আফগানদের বিপক্ষে।

এর আগে ব্যাট করতে নেমে পান্ডিয়া ৭ রান করে আউট হলেও মোহাম্মদ সামি আউট হন মাত্র ১ রানে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২২৪ রানেরই আটকে যায় ভারতের ইনিংস।

আফগান বোলারদের মধ্যে মোহাম্মদ নবী ও গুলবাদিন নাইব সর্বোচ্চ দুটি করে উইকেট পান। মুবিজ উর রহমান ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে একটি উইকেট নেন। এছাড়া আফতাব আলম, রশিদ ও রহমত শাহ’ও একটি করে উইকেট নেন। উইকেট বঞ্চিত হননি আফগানিস্তানের কোন বোলারই।

আজকের বাজার/এমএইচ