আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিল মাসে দেশটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বুধবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, কিছু কারিগরি ত্রুটি দূর করার জন্য কয়েকমাস নির্বাচন স্থগিত থাকবে।
নির্বাচন কমিশনের উপমুখপাত্র আব্দুল আজিজ ইব্রাহিমি জানিয়েছেন, ভোটার তালিকা যাচাই-বাছাই করার জন্য আরও সময় প্রয়োজন। প্রতারণা ঠেকাতে কর্মকর্তাদের বায়োমেট্টিক পদ্ধতির ওপর প্রশিক্ষণ দেয়া হবে।
এদিকে নির্বাচনের সম্ভাব্য তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে ২০১৪ সালে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ