ভারতের লখনৌতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে আফগানিস্তান। ওয়ানডে সিরিজ শেষে আফগানরা এবার শুরু করেছে তিন ম্যাচের টি-টুয়েন্টি মিশন। যেখানে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৩০ রানে হারাল রশিদ-মুজিবরা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং তাণ্ডব চলে উইন্ডিজ ওপেনার এভিন লুইসের ব্যাটে। ৬ ছক্কা ও ৪ চারে ৬৮ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। পরবর্তীতে তার সাথে হেটমায়ার ২০ ও রামদিন করেন ২০ রান। শেষ দিকে অধিনায়ক কাইরন পোলার্ডের ১ ছক্কা ও ২ চারে ৩২ রানের ইনিংসে ১৬৪ করে সফরকারী দল ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে আফগানদের শুরুটা ভালো না হলেও ওপেনার জাজাইয়ের ব্যাটে ২০, আজগর আফগান ২৫, নাজিবুল্লাহর ২৭ এবং শেষ দিকে ফরিদ মালিকের ২৪ রানের ইনিংসে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সক্ষম হয় আফগানিস্তান।
বল হাতে উইলিয়ামস ৩ ও পোলার্ড- ওয়ালশ নেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ: ১৬৪/৫(২০ ওভার)
আফগানিস্তান: ১৩৪/৯(২০ ওভার)
আজকের বাজার/আরিফ